Article Image

ফারিয়া আপুর পক্ষে ২০২৪ ঈদ পুনর্মিলনীতে রাইজিং স্টার এওয়ার্ড গ্রহণ করেন তার ছোট বোন।


৭০০ বক্স ডেলিভারি করে ইতিহাস গড়লেন ফারিয়া আপু।


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
676 Views.   0 Comment.   0 Reply.


একদিকে বিদায় নিচ্ছে রমজান। অন্যদিকে আকাশছোঁয়া অর্জনে গোটা প্লাটফর্ম এর প্রত্যেক উদ্যোক্তা পরিপূর্ণ। ২০২০ থেকে আজ পর্যন্ত সর্বোচ্চ কাস্টমার, সর্বোচ্চ মাসিক সেলস, সর্বোচ্চ নতুন কাস্টমার, সর্বোচ্চ ডেলিভারি, সর্বোচ্চ ইফতারি সেলস 6468 বক্স, সর্বোচ্চ দান, আর সর্বশেষ একটি সিঙ্গেল অর্ডারে পূর্বের স্বপ্ন টিমের Jannati Jannat আপুর ৬০০ বক্স এর অর্ডার রেকর্ড ভেঙে, অদম্য টিমের Faria Islam Puspeta আপুর ৭০০ বক্স ইফতার ও খাবারের অর্ডারের নতুন রেকর্ড একেবারে সোনায় সোহাগা করে তুলেছে। অভিনন্দন আপুকে, অদম্য টিম সহ Nishan Hasan ভাইকে। 

পরিবারের ঈদের শপিং হোক নিজের বিজনেসের টাকায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানে পরকালের প্রশান্তি ও ইহকালের বিজনেস নিশ্চিতে ২ দিকেই আমরা গভীর রাত পর্যন্ত উদ্যোক্তা ও রাইডারদের সর্বোচ্চ প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা দিয়ে আগেই প্রস্তুত করেছি। ক্যাপাসিটি না থাকায় দীর্ঘ ৬ মাস যাবত নতুন উদ্যোক্তা নিবন্ধন বন্ধ রয়েছে।

দুর্ভাগ্য ২০২০ থেকে আজ পর্যন্ত খোদা পাক যশোরে আগামীর উদ্যোক্তার শক্ত পোক্ত কোন কম্পিটিটর আমাদের দেননি যারা কিনা আমাদেরকে নতুন নতুন রেকর্ড করে নতুন নতুন টার্গেট দিতে সাহস করতে পারে। ফলে সব সময় আমরা নিজেদের নিজেরাই টার্গেট দিই, সেই টার্গেট নিজেরাই আবার ব্রেক করে করি নতুন রেকর্ড। আবার সেই রেকর্ড ও পরে আমাদেরই কোন উদ্যোক্তা ভেঙে নতুন রেকর্ড করছেন। 

আর সব থেকে কৃতজ্ঞ ফাউন্ডেশনের হাজার হাজার লয়্যাল কাস্টমার দের প্রতি যারা পাগলের মত আমাদের ভালবাসেন ও ভরসা করে কোটি কোটি টাকার অর্ডার আমাদের উদ্যোক্তাদের দিয়ে প্লাটফর্মকে বছরের পর বছর যশোরে শ্রেষ্ঠ করে রেখেছেন।

এক তরফা জিতে যাওয়াতে আনন্দ যদিও কম তবুও আশা করি খোদা অদূর ভবিষ্যতে হয়তো আমাদের এমন কোন কম্পিটিটর দিবেন যারা 700+ এর নতুন রেকর্ড করে আমাদের নতুন টার্গেট দিবে। আর যদি তা নাও হয় আমাদের বিশ্বাস আমাদেরই কোন উদ্যোক্তা আবারো কোন একদিন এই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবেন ইনশাআল্লাহ। ঈদ মোবারক ও অভিনন্দন সবাইকে।


Direct Share Link :


Edit

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 39 Posts.
Total 16.4K Views.