Article Image

প্লটফর্মে নতুন উদ্যোক্তা জয়েনিং সংক্রান্ত নীতিমালা


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
৪ বছর ৬ মাস ৫ দিন ২২ ঘন্টা ২১ মিনিট আগে প্রকাশিত।
2.4K Views.   0 Comment.   0 Reply.


বিশেষ সতর্কতা :

পরবর্তী অংশগুলোতে প্লাটফর্মের সকল আচরণবিধি ও নীতিমালার মূল পয়েন্ট গুলো সুন্দর ভাবে উল্লেখ করা হয়েছে। নীতিমালার প্রতিটি শব্দ এক এক করে পড়ে শতভাগ বুঝার চেষ্টা করুন। পুরোটা না পড়ে বা না বুঝে পেজগুলো স্কিপ করে সরাসরি নিবন্ধন করলে পরবর্তীতে আপনার জন্য পরিস্থিতি অত্যন্ত বিব্রতকর, অপমানজনক, কঠিন, অসম্ভব ও জটিল হতে পারে।

প্লাটফর্মের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে আপনাকেই মানিয়ে পথ চলতে হবে, এমন নয় আপনার ইচ্ছা, সময়, সুযোগ, সুবিধা ও প্রয়োজন অনুযায়ী প্লাটফর্ম আপনার সাথে মানিয়ে নিবে। তাই নীতিমালার বাইরে কোন পরিস্থিতিতেই আপনার বিন্দু পরিমাণ কোন প্রকার অজুহাত কোন ক্রমেই গ্রহণযোগ্য হবে না। তবে বিশেষ জরুরি ক্ষেত্রে কমিটি মেম্বারগণ আপনার বিষয় বিবেচনা করবেন।

Rule 01 :

A. একজন প্রশিক্ষণার্থী হিসাবে একাউন্ট নিবন্ধনের পর প্রথমেই অনলাইনে ই-কমার্স বিজনেসের গুরুত্বপূর্ণ ১২ টি বিষয়ের উপর আপনার প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে ১২ টি বিষয়ে পরীক্ষায় ৭০% পেয়ে পাস হলেই আপনি প্লাটফর্মের সদস্যপদ পাবেন। এর পরই আপনি প্লাটফর্ম থেকে গ্রুপে সেলস পোস্ট, অর্ডার, ডেলিভারি সহ সকল সুবিধা প্রাপ্ত হবেন।


B. আপনার বয়স জন্ম সনদ অনুযায়ী ১৮ বা তার বেশি এবং স্বইচ্ছায়, স্বজ্ঞানে আপনি বাধ্যতামূলক শর্তাবলী নিজে পড়ে, বুঝে একাউন্ট করেছেন হিসাবে ধরে নেয়া হবে। একজন উদ্যোক্তা সারাজীবনে একটি মাত্র একাউন্টই ব্যবহার করতে পারবেন।


C. প্লাটফর্মটি শুধুমাত্র ১০০% ই-কমার্স বিজনেসে আগ্রহী নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। দোকান, শোরুম বা ফিজিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান আছে অথবা ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনে করেন, নিজের ব্যবসার বর্তমান অবস্থায় সন্তুষ্ট, পূর্বেই এ্যাপ এ একাউন্ট ছিল সেটি নিষ্ক্রিয় রয়েছে বা নীতিমালা ভঙ্গের দায়ে ব্লকড বা ডিজএবল হয়ে আছে এমন কোন উদ্যোক্তা আর নতুন করে একাউন্ট করতে বা যুক্ত হতে পারবেন না। ।

Rule 02 :

A. শখের বসে বিজনেস, বিজনেসে ক্যারিয়ার গড়তে চান না, অন্য পেশায় ব্যস্ত, প্রতি দিন অন্তত ৩ ঘন্টা+ বা সপ্তাহে ২১ ঘন্টা+ বিজনেসে দেবার মত সময় নেই, সিজনাল ব্যবসায়ী, অন্তত ১০ টি আইটেম নাই বা আগামিতেও ৪/৫ টার বেশি আইটেম নিয়ে কাজ করা সম্ভব নয় এমন কোন উদ্যোক্তা নিবন্ধন করবেন না।


B. পরিবারের অভিভাবক বড় ভাই/পিতা/স্বামীর অনুমতি নেই, তারা ব্যবসায়ের বিষয়ে জানেন না বা ব্যবসা করা পছন্দ করেন না বা সংগঠনের বাৎসরিক ১ টি মহা সম্মেলন ও ১ টি ঈদ পুনর্মিলনীতে স্ব-শরীরে বা নিজস্ব প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে পারবেন না এমন কেউ যুক্ত হবেন না।


C. নিজস্ব পিকআপ পয়েন্ট রয়েছে, প্রতিবেশি নয় কিন্তু দূরের কাস্টমার বাড়িতে এসে নিয়ে যায় এমন কেউ একাউন্ট করবেন না। আপনার অর্ডার, ডেলিভারি, পেমেন্ট প্রতিটি স্টেপই ১০০% অনলাইন বা ই-কমার্স হলে বা আগামীতে প্লাটফর্মে যুক্ত হবার পর সকল অফলাইন কার্যক্রম বন্ধ করে দিবেন নিশ্চিত হলে তবেই যুক্ত হোন। পার্সেল সাইডের (ড্রেস, কসমেটিক্স, অর্গানিক) উদ্যোক্তাদের জন্য এই শর্তটি প্রযোজ্য নয়।

Rule 03 :

A. আপনার অর্ডার, কাস্টমার, ডেলিভারি, পেমেন্ট, রিভিউ, রিটার্ন ও রিফান্ড পলিসি সহ সকল ব্যবসায়িক কার্যক্রম ও পদক্ষেপ প্লাটফর্মের সুনির্দিষ্ট নীতিমানা অনুযায়ী নির্বাচিত পরিচালনা পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। পরিচালনা পরিষদে আপনি নিজেও ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হবার অধিকার রাখেন।


B. প্লাটফর্ম, প্লাটফর্ম এর সক্রিয় উদ্যোক্তা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরচর্চাকারী, পরনিন্দাকারী, অপপ্রচারকারী, প্লাটফর্মের উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকাশ্য ও অপ্রকাশ্য ক্ষতি সাধনকারী সকল গ্রুপ, কাস্টমার বা উদ্যোক্তার সাথে সকল লেনদেন, কেনাকাটা, বিক্রয়, যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। যশোর বা দেশের অন্য কোন উদ্যোক্তা প্লাটফর্ম বা আগামীর উদ্যোক্তাকে নিজেদের প্রতিযোগী বা ব্যবসায়িক প্রতিপক্ষ বলে মনে করে, উন্মুক্ত স্থানে বিভিন্ন উপলক্ষে মেলা/সমাবেশ আয়োজন করে, এমন কোন অনলাইন বা অফলাইন গ্রুপ/উদ্যোক্তা সংগঠন/উদ্যোক্তা প্লাটফর্মের সাথে যুক্ত থাকা যাবে না।


C. আপনার ব্যবসায়িক উন্নয়নে প্রয়োজনীয় সকল প্রকার প্রশিক্ষণ আপনি এ্যাপ থেকে অনলাইনেই করতে পারবেন বিনামূল্যে। এছাড়া বাইরের কোন সংগঠন বা প্রতিষ্ঠান বা ব্যাক্তির থেকে গৃহীত প্রশিক্ষণ অনুসরণ করতে গিয়ে আমাদের প্লাটফর্মের নীতিমালা, র্কমপদ্ধতি বা প্রশিক্ষণের বিষয় অবহেলা করার কোন সুযোগ নেই। আগামীর উদ্যোক্তা ব্যাতীত যশোরের যে কোন কমিশন ভিত্তিক বা ফ্রি বিজনেস এ্যাপ বা কোম্পানীর সাথে একই সাথে উভয় দিকে যুক্ত থাকা যাবে না।

Rule 04 :

A. প্লাটফর্মে যুক্ত হবার পর আপনাকে একজন অভিজ্ঞ ও প্লাটফর্মের টপ সিনিয়র সফল উদ্যোক্তার টিমে যুক্ত করে দেয়া হবে। ঐ সিনিয়র উদ্যোক্তা টিম লিডার হিসাবে আপনার ব্যবসায়ের প্রতিটি পদক্ষেপে সকল সমস্যা সমাধান করা সহ যে কোন বিষয় বুঝতে না পারলে আপনাকে সার্বক্ষণিক সঠিক দিকনির্দেশনা দিবেন। আপনি সর্বদা আপনার টিম লিডার যিনি আপনার বড় বোন এর মত তার অনুগত থাকবেন।


B. প্লাটফর্ম এ সেলস এর উপর সিনিয়র জুনিয়র নির্ধারিত হয়। বয়স কার কত বা কে কত বছর ধরে যশোরে বিজনেস করছে তার উপর কিছুই নির্ভর করে না। আপনার পারফরমেন্স যত ভাল হবে ততই আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি সামাজিক ভাবে কতটা সম্মানী, আপনার বাবা/ভাই/স্বামী কত বড় নেতা বা বড়লোক, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে কত বেশি পড়াশুনা করেছেন এসব কিছুর তেমন কোন ব্যবসায়িক মূল্যায়ণ এখানে নেই।


C. আপনি দরিদ্র পরিবার থেকে এসেছেন বা আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন আপনার যোগ্যতার বিচারেই আপনাকে উপযুক্ত সম্মান নিশ্চিত করা হবে।

Rule 05 :

A. কেবলমাত্র যশোর শহর ও এর পার্শ্ববর্তী নারী উদ্যোক্তারা যুক্ত হতে পারবেন। নারী উদ্যোক্তার টিমে এক বা একাধিক পুরুষ সদস্য থাকতে পারবেন। তবে প্লাটফর্মের সকল বিষয়ে সরাসরি নারী উদ্যোক্তাকে প্রধান এবং তার নামেই পুরস্কার বা সুবিধাদি নিশ্চিত করা হবে। টিম মেম্বারগণ নারী উদ্যোক্তার প্রতিনিধি হিসাবে গণ্য হবেন।


B. প্লাটফর্ম এ একই পণ্য বা খাবার নিয়ে যার ইচ্ছা সেই বিজনেস করতে পারবেন। আইডিয়া কপি বলে কোন বিষয় প্লাটফর্মে নেই। যেমন, আপনার কেক এর ডিজাইন অন্য উদ্যোক্তা হুবহু বা আংশিক অনুকরণ করে বিক্রয় করতে পারবেন। তবে প্লাটফর্মের বাইরের কেউ করতে পারবে না। অবশ্যই নিজের রান্না বা তৈরি আইটেম এর নিজস্ব ছবি ব্যবহার করে বিজ্ঞাপন বা সেলস পোস্ট দিতে হবে। সরাসরি দেশীয় বা বিদেশি কোন কোম্পানীর প্যাকেটজাত রেডি পণ্য ছাড়া গুগল থেকে বা অন্য কোথাও থেকে সংগ্রহ বা ডাউনলোড ছবি নিজের বলে দাবি করা বা ব্যবহার করা যাবে না।


C. নিজ বাসা থেকে ৪০ ঘর পর্যন্ত কাস্টমার প্রতিবেশি হিসাবে গণ্য হবেন। এর বাইরের সকল কাস্টমারকে ১০০% ই-কমার্স বা হোম ডেলিভারি নিশ্চিত করতে হবে। কোন নারী/উদ্যোক্তা বা তার বর/ভাই/পরিচিতদের দিয়ে বা নিজে রোদে/বৃষ্টিতে/শীতে ঘরের বাইরে কাস্টমারের বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারি করতে পারবেন না। দূরে বাড়ি এমন কাস্টমার সরাসরি আপনার বাড়ি এসে অর্ডার পিকআপ করে নিয়ে যাবে এমন ও কোন সুযোগ নেই।

Rule 06 :

A. দান করা একটি ঐচ্ছিক বিষয়। আপনি চাইলে প্লাটফর্মের নিজস্ব এতিমখানা তহবিলের মাসিক দাতা সদস্য হয়ে এতিম বাচ্চাদের সহায়তায় আমাদের সাথে শরীক হতে পারেন। এছাড়াও প্লাটফর্মের নিজস্ব উন্নয়ন তহবিল রয়েছে। উদ্যোক্তাদের বিক্রয়ের পরিমাণের উপর একটি নির্দিষ্ট পরিমাণ অনুদান প্রযোজ্য হয় যার মাধ্যমে প্লাটফর্মের পরিচালনা ব্যয় নির্বাহ, বিভিন্ন সামাজিক কর্মকান্ড, চিকিৎসা সহায়তা প্রদান সহ দরিদ্রদের বিনা সূদে ঋণদান ইত্যাদি কল্যাণমুখী প্রকল্প পরিচালিত হয়।


B. উন্নয়ন তহবিলের নির্দিষ্ট অনুদানের বাইরে কোন প্রকার কমিশন বা উদ্যোক্তাদের আয়ের কোন অংশ প্লাটফর্মে গ্রহণ করা হয় না। একজন উদ্যোক্তা যা বিক্রি করবেন তার ১০০% তিনিই পাবেন। প্লাটফর্ম বা রাইডার তার এই অংশে কোন শরীক নয়। সার্ভিস চার্জ কাস্টমার পরিশোধ করবেন যা রাইডার এর বেতন হিসাবে গৃহীত হবে।


C. ফেসবুকে পোস্ট করা, লাইক, কমেন্ট, ফেসবুক একাউন্ট সাধারণ পরিচালনা, বিকাশ বা নগদে লেনদেন, মোবাইলের স্বাভাবিক ব্যবহার জানা বাধ্যতামূলক। পরিস্কার ও পরিচ্ছন্ন কিচেন নিশ্চিত করতে নিয়মিত অফিস থেকে অভিযানে যাওয়া হয়। সুন্দর ও স্পষ্ট ছবির জন্য একটি উপযুক্ত ক্যামেরা ও APP ব্যবহারের জন্য অন্তত 3GB RAM এর স্মার্টফোন থাকা জরুরি।

Rule 07 :

A. ফেসবুকে আপনার সকল অনলাইন কর্মকান্ড এর নির্ধিারিত আচরণবিধি সহ প্রযোজ্য শর্তাবর্লী প্রশিক্ষণ ক্লাস গুলোতে ও গ্রুপ রুলস সেকশনে বিস্তারিত বর্ণনা করা হয়েছে, সার্ভিস পলিসি ও প্রাইভেসি পলিসি সমূহ এ্যাপ Profile অপশনে দেখে পারেন। এগুলো অত্যন্ত কমন ও সাধারণ ভদ্রতামূলক বিষয় হওয়ায় এই রুলস সেকশনে বিস্তারিত উল্লেখ করার প্রয়োজন মনে করছি না।


B. যে কোন নীতিমালা লঙ্ঘণ হলে প্রাথমিক ভাবে আপনাকে লিডার বা অফিস থেকে মেনশন করে সচেতন করবেন ও ভুল শুধরে নেবার সুযোগ পাবেন। বার বার একটি ভুল হলে সেটা ইচ্ছাকৃত বলে বিবেচিত হবে। ছোট বিষয়ে সরাসরি অফিস থেকে ও গুরুতর বিষয়ে কমিটির মিটিং এর মাধ্যমে উদ্যোক্তার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্লাটফর্মের সিনিয়র ও জুনিয়র সকলের প্রতি স্নেহ ও শ্রদ্ধাশীল থাকতে হবে। নীতিমালা ভঙ্গের ফলে ভবিষ্যতে সৃষ্ট যে কোন পরিস্থিতি উদ্যোক্তার নিজের ইচ্ছাকৃত সৃষ্টি হিসাবে ধরা হবে ও পানিশমেন্ট এর জন্য নিজেই দায়ী থাকবেন।


C. পূর্বের উল্লেখিত সকল শর্তাবলী ১০০% আপনার উপযোগী বা একমত না হলে আপনি এখনই এ্যাপটি আপনার মোবাইল থেকে আন-ইনস্টল করুন। যদি উপযোগী মনে হয় তাহলেই কেবলমাত্র পরবর্তী ধাপে আপনার উদ্যোক্তা একাউন্ট নিবন্ধন করে প্লাটফর্মে যুক্ত হোন। ধন্যবাদ ও শুভকামনা।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 44 Posts.
Total 18.2K Views.