ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৪ এর শেষে ফটোসেসন। যারা শেষ পর্যন্ত ছিলেন তাদের ছবিতে দেখা যাচ্ছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ এর পুস্তুতি শুরু !
এ্যাডমিন
নোটিশ বোর্ড বিভাগ।
১৫ দিন ১ ঘন্টা ১৪ মিনিট আগে প্রকাশিত।
178 Views.
0 Comment. 0 Points.
আলহামদুলিল্লাহ। প্রতি বছরের মত এবারও আসছে প্লাটফর্মের ঐতিহ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫। সাধারণত প্রতি বছর ঈদ উল ফিতরের দ্বিতীয় মাসের দ্বিতীয় শুক্রবার বিকাল ৩ টা থেকে মাগরিবের বিরতির পর সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন থাকে। এবারও তার ব্যাতীক্রম নয়।
আগামী ৯ মে তারিখ শুক্রবার শহরের যে কোন একটি অডিটোরিয়ামে এবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। লোকেশন পূর্বেই জানিয়ে দেয়া হবে অডিটোরিয়াম ভাড়া করার সাথে সাথেই। উক্ত অনুষ্ঠানে সভপতিত্ব করবেন প্লাটফর্মের মাননীয় সভাপতি নাহিদ সুলতানা আপু সহ মঞ্চে উপবিষ্ট থাকবেন নির্বাচিত সিনিয়র কমিটি মেম্বার আপুরা। এছাড়াও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে রমজানের সেরা উদ্যোক্তাদের মধ্য থেকে ৫ জনকে রাইজিং স্টার উত্তরীয়, ক্রেস্ট ও মগ উপহার দেয়া হবে। এ বছর প্রথম বারের মত শ্রেষ্ঠ সেলস টিমের লিডারকেও বিশেষ সম্মাননা উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হবে। অনুষ্ঠানে ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত নতুন করে যারা ই-কমার্স বেসিক কোর্স পাস করেছেন তাদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রত্যেক উদ্যোক্তার উপস্থিতি বাধ্যতামূলক। উদ্যোক্তা চাইলে তার প্রতিনিধিকেও পাঠাতে পারেন। প্রাপ্ত বয়স্কদের জন্য চাদা জন প্রতি ৩০০ টাকা এবং বাচ্চাদের জন্য এন্ট্রি ফি ৫০ টাকা ধরা হয়েছে। বাচ্চার জন্য আলাদা খাবার নিলে আরো ১০০ টাকা সহ মোট ১৫০ টাকা চাদা প্রযোজ্য হবে।
এ্যাপ থেকেই টিকিট নিশ্চায়ন করতে হবে এবং চাদা বিকাশ এ্যাপ থেকে বিকাশ পেমেন্ট অপশনে গিয়ে 01978-513858 নম্বরে পাঠাতে হবে। রেফারেন্স হিসাবে কতজন আসতে চান এবং কিচেনের নাম বা নিজের নাম উল্লেখ করতে হবে। চাদা পাঠানোর শেষ তারিখ ৫ মে ২০২৫। এবছর রাইজিং স্টার হিসাবে কোন ৫ জন পুরস্কার পাচ্ছেন সেটা কমিটি মিটিং এর মাধ্যমে নির্বাচন করা হবে এবং অনুষ্ঠানের দিন পর্যন্ত গোপন থাকবে। অনুষ্ঠানটি সুন্দর ভাবে এবং প্রতি বছরের থেকেও আরো বেশি সুন্দর ও গোছালো করে আয়োজনের জন্য সকল টিম লিডারদের নির্দেশনা দেয়া হচ্ছে। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :