Article Image

২০২৫ সালে নতুন উদ্যোক্তা জয়েনিং সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
১৫ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে প্রকাশিত।
395 Views.   0 Comment.   0 Reply.


কিছু কমন প্রশ্ন যার উত্তর এই পোস্ট এ পাবেনঃ

১. আমি ফুডিস ক্লাব যশোর গ্রুপে সেলস পোস্ট করতে চাই?

২. আমার পোস্ট কেন এপ্রুভ হয় না?

৩. আমি কেন ফুডিস ক্লাব থেকে অর্ডার ধরতে পারি না?

৪. কাস্টমারের ডিমান্ড পোস্ট এ আমার কমেন্ট কেন ডিলিট করা হয়?

৫. কেউ আমাকে মেনশন দিলে সেটা কেন রিমুভ করা হয়?

৬. আমাকে কেন গ্রুপ থেকে সাসপেন্ড করা হল?

৭. আমি একজন মেম্বার, আমিও উদ্যোক্তা হতে চাই। করণীয় কি?

৮. আপনি আপনাদের সাথে কাজ করতে চাই কি করতে হবে?

৯. আমি ফুড বিজনেস করতে চাই কিভাবে শুরু করব?

১০. আমি উদ্যোক্তা হতে চাই কিন্তু কিছুই বুঝিনা কিভাব শুরু করব?

--

আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম সম্পর্কে বিভিন্ন টিভি/প্রেস/মিডিয়া/ফেসবুকে জেনে প্রতি মাসে শত শত উদ্যোক্তা Google Play Store থেকে Agamir Uddokta এ্যাপ সার্চ করে ইন্সটল করেছেন। যেহেতু প্লে স্টোর থেকে এ্যাপ ইন্সটল করা বা একাউন্ট করা খুবই সহজ তাই অনেকেই জেনে না জেনে, বুঝে না বুঝে, নীতিমালা পড়ে বা না পড়ে স্কিপ করে সরাসরি নিবন্ধন করে পরবর্তীতে কর্মক্ষেত্রে শত শত নতুন উদ্যোক্তা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হবার সম্ভাবনা তৈরি হয়েছিল গতবছর ২০২৪ এর সেপ্টেম্বর মাসে। 

এমন একসাথে অল্প সময়ে শত শত নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া, তাদের বিজনেস সম্পর্কে নির্দেশনা দিয়ে কাস্টমার হ্যান্ডেলিং এ পারদর্শী করে গড়ে তোলার মত ধারণ সক্ষমতা না থাকায় কর্তৃপক্ষ ১ অক্টোবর ২০২৪ থেকে অফিসিয়ালি প্লাটফর্মে উদ্যোক্তা নিবন্ধন বন্ধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য। তারপর থেকে ৬ মাস পার হয়ে গেলেও এখনও নতুন উদ্যোক্তা নিবন্ধন শুরুর বিষয়ে তেমন কোন পদক্ষেপ বা প্রচার প্রচারণা চালানো হয়নি। 

ঈদ উল ফিতর ২০২৫ এর ছুটির পর থেকে মূলত উদ্যোক্তা নিবন্ধন অত্যন্ত স্বল্প পরিসরে ও গোপনেই নেয়া শুরু হয়। নিবন্ধন সংক্রান্ত কোন প্রচার বা পোস্ট ও করা হয়নি। প্রাথমিক ভাবে সর্বোচ্চ ৩০ জন উদ্যোক্তাকে নিবন্ধন দেয়া হবে এরপর তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, নার্সিং করে গড়ে তোলা হবে। এরপর আবার ৩০ জনকে নেয়া হবে। এভাবে শৃঙ্খলা বজায় রেখে ধীরে ধীরে উদ্যেক্তাদের সুযোগ দেয়া হবে আমাদের সাথে কাজ করার। 

আমি উদ্যোক্তা হিসাবে প্লাটফর্মে যুক্ত হতে চাই করণীয় কি?

১. গুগল প্লে স্টোরে যান অথবা  Download Agamir Uddokta App এখানে ক্লিক করুন।

২. এ্যাপটি ইন্সটল করুন। 

৩. নিবন্ধন করুন অপশনে যান।

৪. পরপর প্রতিটি পেজে থাকা নীতমালা পড়ুন।

৫. নীতিমালার সাথে শতভাগ একমত হলে আপনার তথ্য দিয়ে নিবন্ধন করুন।

৬. জন্ম সনদ এর তথ্য দিয়ে ভেরিফিকেশন করুন। 

৭. ভেরিফিকেশন শেষে আপনাকে একজন লিডার এর টিমে দিয়ে দেয়া হবে। 

৮. লিডার ই আপনাকে পরবর্তী প্রতিটি বিষয়ে সহায়তা ও দিকনির্দেশনা দিবেন।

৯. এ্যাপ থেকে Skill Development অপশনে গিয়ে প্রশিক্ষণ শুরু করুন।

১০. প্রতিটি ক্লাস শেষে অনলাইনেই পরীক্ষায় অংশ নিন।

১১. ৭০% মার্কস পেয়ে পাস করলেই আপনি প্লাটফর্মের স্থায়ী সদস্যপদ পাবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন।

১২. প্রতিটি বিষয়ে ৩ বার করে সুযোগ পাবেন ফেল করে পাস করার। 

১৩. তারপরও যদি পাস করতে না পারেন আপনার একাউন্ট টি ডিজএবল হয়ে যাবে।

১৪.  সর্বমোট ১২ টি বিষয়ে ১২ টি ক্লাস ও ১২ টি পৃথক পরীক্ষা রয়েছে। 

১৫. সিলেবাস সম্পর্কে জানতে ই-কমার্স বেসিক সিলেবাস এখানে ক্লিক করুন।


উপরোক্ত কোন বিষয়ে জানতে বা বুঝতে সমস্যা হলে অফিসে সরাসরি কল করুন। 01511-513858 নম্বরে। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। ধন্যবাদ সকলকে।। 


Direct Share Link :


Edit পূর্বের

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 44 Posts.
Total 18.5K Views.