Article Image

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩


এ্যাডমিন নোটিশ বোর্ড বিভাগ।
১ বছর ১১ মাস ২৮ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে প্রকাশিত।
239 Views.   0 Comment.   0 Points.


আগামি ৫ মে, শুক্রবার বিকাল ৩.৩০ থেকে ৬.৩০ এর মধ্যে ঈদ পুনর্মিলনি উৎসব এর আয়োজন করা হয়েছে। 

১. বিকাশ এ্যাপ এ যান। পেমেন্ট অপশনে যান। (সেন্ড মানি নয়)

২. 01978-513858 নাম্বারে পাঠান।

৩. রেফারেন্স এ লিখুন কত জন আসতে চান। এবং আপনার নাম বা কিচেনের নাম লিখুন।

৪. পিন নম্বর লিখে পাঠিয়ে দিন।

৫. স্ক্রিনশট নিয়ে রাখুন। (1A, 2A, 1a1c Etc.)

হুশতলা কপোতাক্ষ সিটিতে, ফাউন্ডেশনের পরিচালক ও এডমিন এর বাসার রুফ টপ পার্টিতে ভুনা খিচুড়ি, সোনালি চিকেন ও কোক/পানির ব্যবস্থা সহ বিশেষ কিছু ইভেন্ট থাকবে ইনশাআল্লাহ। সকলেই যুক্ত হতে পারবে শুক্রবার বিকালে। বড়রা ১৫০ টাকা ও ছোটরা ১৩০ টাকা হারে চাদা নির্ধারিত হয়েছে। নিচের নাম্বারে বিকাশ করা যাবে। এ সময় সকল সার্ভিস বন্ধ থাকবে।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, এ্যাডমিন

Writer & Web Portal Admin.
Pulished 4 Posts.
Total 1.4K Views.