Article Image

নাহিদ আপুর জাতীয় রেকর্ড চেষ্টা!


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
264 Views.   0 Comment.   0 Reply.


আলহামদুলিল্লাহ। জমকালো আয়োজন ও উৎসব মুখর পরিবেশে রৌদ্রজ্বল দিনে শেষ হল আমাদের সবার প্রিয় ও পরিচিত Nahid Sultana আপুর ই-কমার্স হোম কিচেন সেক্টরে জাতীয় রেকর্ড চেষ্টা। যেখানে কোন কাস্টমারের সাথে কথা না বলে, ফোন বা ইনবক্স চেক ছাড়াই ২৬ অক্টোবর বিকাল ৩ টায় অর্ডার গ্রহণ বন্ধ করা পর্যন্ত ই-কমার্স অর্ডার লিংক থেকে ২০৭ টি অর্ডার আসে। কেবলমাত্র রিভিউ দেখেই অর্ডার করেন ৫৭ জন। ১ টি সিঙ্গেল অর্ডার নাহিদ আপু ম্যানুয়ালি/ইনবক্সে/খাতা কলমে/ফোনে নেন নি। লিমিট ছিল প্রত্যেক কাস্টমার সর্বোচ্চ ২ টি বক্স অর্ডার করতে পারবেন। সময় সর্বোচ্চ ৬ ঘন্টা। ১০ টা থেকে ১২ টা। ১ টা থেকে ৩ টা। ৫.৩০ থেকে ৭.৩৯ পর্যন্ত মোট ৬ ঘন্টা ৯ মিনিটে সকল ডেলিভারি সম্পন্ন করা হয়।


মোট অর্ডারঃ ২০৭ বক্স। ডেলিভারিঃ ১৪২ বক্স। নাহিদ আপু দুপুরের পর হঠাত অসুস্থ হয়ে পড়ায় বাকিগুলো বাতিল করতে হয়। মোট কাস্টমার/শিডিউল ১০২ জন। বাকিগুলো বাতিল।


কি কি রেকর্ড হল?

 ১. সর্বোচ্চ ই-কমার্স অর্ডার রেকর্ড।

 ২. ৬ ঘন্টায় সর্বোচ্চ ডেলিভারি রেকর্ড।

 ৩. ১৪২ বক্স এর প্রতিটি বক্স গরম ডেলিভারি রেকর্ড।

 ৪. সর্বোচ্চ কাস্টমার পজিটিভ রিভিউ রেকর্ড।

 ৫. রাইডার রেটিং ১৪২ বক্স এই ১০/১০ রেকর্ড।

 ৬. ২০২০ থেকে আজ পর্যন্ত অফারে সর্বোচ্চ ডেলিভারি।

 ৭. ৬ ঘন্টায় অফারে সর্বোচ্চ আয় ১৪ হাজার ২০০ টাকা রেকর্ড। 

 ৮. ৬ ঘন্টায় সর্বোচ্চ পরিমাণ ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবলস প্যাকেজ রান্না রেকর্ড।

 ৯. ৬ ঘন্টায় সর্বোচ্চ পরিমাণ ফ্রায়েড রাইস প্যাকেজ এর সেলস রেকর্ড।


বাংলাদেশের ই-কমার্স বা এফ কমার্স হোম কিচেন এর ইতিহাসে এই ৯ টি রেকর্ড এবং ২৬ অক্টোবরের মত একটি দিন কোনদিন কেউ দেখেছে বা কোনদিন দেখবে কল্পনাও করেছে বলে আমার জানা নেই। ঢাকায় ও কয়েকটি বড় গ্রুপ চেক করেও আমরা সকল খোজ খবর নিয়ে এরকম কোন রেকর্ড বা এরকম কোন অর্জন পাইনি। ৬ ঘন্টায় একজন নারী উদ্যোক্তার এই রেকর্ড তাই অফিসিয়ালি হোম মেড ফুড বিজনেসের জাতীয় রেকর্ড এতে কোন সন্দেহ নেই। তারপরও যদি কোন গ্রুপ থেকে পরবর্তীতে এই রেকর্ড এর থেকে বড় কিছু আমাদের টার্গেট দেয়া হয় আমরা সাদরে সেই টার্গেট পরবর্তী ১৫ দিনের ভেতরে ভাঙতে ও নতুন রেকর্ড গড়ার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এই অর্জন আপনাদের সকলের। এই অর্জন আমাদের সবার। আলহামদুলিল্লাহ।


ঘরে বসে নারীর আত্মনির্ভরশীলতা দেশে প্রথম ২০২০ সালের জুন মাসের ১০ তারিখ এই ট্যাগ লাইন কে সামনে রেখে আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম যাত্রা শুরু করে। যেখানে কাজ হিসাবেে বাড়িতে খাবার রান্না ও ব্যবসায়িক মডেল হিসাবে ই-কমার্স ও এফ-কমার্স মডেলকে গ্রহণ করা হয়।


এখানে ঘর বলতে নারীর পিতা বা স্বামী বা অভিভাবকের ঘরকে বোঝানো হয়েছে যে খানে নারীরা অবস্থান করেই আয় করতে পারবে। ঘরে বসেই সারাদিন ২৪ ঘন্টা যে কোন ফ্রি সময়ে তারা ই-লার্নিং পদ্ধতিতে ব্যবসায়িক প্রশিক্ষণ গ্রহণ ও পরীক্ষা দিতে পারবে অনলাইনেই। কেবলমাত্র তার একজন প্রতিনিধি (স্বামী/ভাই/ছেলে/পিতা/অভিভাবক) অফিসের সাথে লেনদেন করবেন, বিভিন্ন সময় হওয়া জরুরি মিটিং, বছরে ৬ মাস অন্তর ২ টি প্রোগ্রাম ঈদ পুনর্মিলনী ও মহা সম্মেলনে উপস্থিত হয়ে নিজের ব্যবসায়িক অর্জন ও পুরস্কার গ্রহণ করবেন। অপরদিকে পুরুষরা সামলাবে বাইরের কাজ যেমন সেই খাবার গুলো ক্রেতাদের কাছে পৌছে দেয়া, পেমেন্ট গ্রহণ ও প্রদান, প্রোগ্রাম আয়োজন ও পরিকল্পনা বাস্তবায়ন, সরকারি দপ্তরে যাতায়াত ও মেইনটেনেন্স ইত্যাদি।


প্রতিদিন অন্তত ৩/৪ ঘন্টা বাসায় সব কাজ শেষ করে ফ্রি থাকেন এবং ডেডিকেটেড ভাবে ব্যবসাকে মূল ক্যারিয়ার হিসাবে গ্রহণ করে আত্মনির্ভরশীল হতে স্বপ্ন দেখেন এমন নারীদের জন্যই প্লাটফর্মটির যাত্রা শুরু ও চলমান রয়েছে। কোন আত্মনির্ভরশীল নারী বা প্রতিদিন ৩/৪ ঘন্টা ফ্রি সময় নেই বা দ্বিতীয় কোন মাধ্যম থেকে আয় করেন এমন কোন নারীর শখ পূরণের বিজনেস প্লাটফর্ম এটি নয়। প্লাটফর্মের নাম আগামীর উদ্যোক্তা এর অর্থ একজন গৃহিনী বা পড়াশোনা করছেন এমন নারী বা বিধবা বা তালাকপ্রাপ্তা যিনি পড়াশোনার পাশাপাশি বা সংসারের পাশাপাশি বা নিজের ফ্রি সময়ে আয় করতে বা কাজ করতে চান, ব্যবসা সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই শুরু থেকে শুরু করেছেন বা উদ্যোগ নিয়ে তিনি সঠিক দিক নির্দেশনা ও সাপোর্ট সহ প্রশিক্ষণ নিতে চান এমন দেরই কেবলমাত্র প্রোপার ওয়েতে গড়ে তোলা ও সফল হতে সহায়তা করে একজন প্রোপার উদ্যোক্তা হিসাবে গড়ে তোলার প্লাটফর্ম এটি।


এখানে একজন উদ্যোক্তার বেসিক ও প্রোফেশনাল বিজনেস ট্রেনিং, সেলস পোস্ট, অর্ডার ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট, ই-কমার্স নীতিমালা, কাস্টমার ফিডব্যাক, লজিসটিকস ফ্যাসিলিটি, পেমেন্ট ম্যানেজমেন্ট, প্রোপার প্যাকেজিং সহ বিজনেস ক্যারিয়ার গঠনের প্রতিটি বিষয় প্লাটফর্মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। প্লাটফর্মে জয়েন করার সময়ই সকল উদ্যোক্তা বিষয়গুলো ও নীতিমালা পড়ে নিজে হাতে একাউন্ট করেন এবং জয়েন করার পর কোন উদ্যোক্তা নিজের ইচ্ছামত নীতিমালা ভঙ্গ করে ১ টা পা ও ফেলতে পারেন না এতে যে কোন সময় তার সদস্যপদ বাতিল হতে পারে। অর্থাৎ অর্থনৈতিক ভাবে স্বাধীন ও নিজের ইচ্ছা খুশি মত চলতে পছন্দ এমন কোন নারী এই প্লাটফর্ম থেকে ১০০ হাত দূরে থাকতে হবে। আগামীর উদ্যোক্তা পরিবারে যুক্ত উদ্যোক্তাদের প্রত্যেকের বিজনেস মডেল, চিন্তা ধারা, স্বপ্ন, ক্যারিয়ার ম্যানেজমেন্ট এক ও অভিন্ন ধারায় পরিচালিত হয়। তাই না জেনে না বুঝে কোন ক্রমেই প্লাটফর্মে যুক্ত হওয়া থেকে বিরত থাকুন।


Direct Share Link :


Edit

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 39 Posts.
Total 16.4K Views.