Article Image

মাত্র ২৫ দিনে ১০০ হাজার সেলস রেকর্ড !


শিহাব উদ্দীন শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ বছর ৫ মাস ২৪ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে প্রকাশিত।
140 Views.   0 Comment.   0 Points.


আসসালামু আলাইকুম। অভিনন্দন, মাননীয় সহ-সভাপতি সবার প্রিয় ও পরিচিত Sultanar Rannaghor টিমকে। অক্টোবর মাসের মাত্র ২৫ দিনে ১ লক্ষ ৩৯৫ টাকা সেলস সম্পন্ন করে ২০২০ থেকে প্লাটফর্মের গত ৩ বছরের ইতিহাসে সর্বোচ্চ মাসিক সেলস রেকর্ড করায়।

এই ২৫ দিনে তার ২ টি অফারে মোট সেলস হয় যথাক্রমে ২৭০০ ও ২৪০০ টাকা সহ মোট ৫১০০ টাকা। বাকি ৯৫ হাজার ২ শত ৯৫ টাকা কিচেনের রেগুলার সেলস ছিল। আলহামদুলিল্লাহ।

মাত্র ২ মাস আসেই প্লাটফর্মের আগের রেকর্ড ১ মাসে ১ লক্ষ ৪ হাজার টাকা+ সেলস করেন আমাদের মাননীয় ৩ মেয়াদের সভাপতি, প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সদস্য, সবার প্রিয় ও পরিচিত মুখ Nahid Sultana আপু। প্রতিনিয়ত আগের রেকর্ড ভাঙতে ও নতুন রেকর্ড গড়তে বিশ্বাসী আমরা।

২০২০ থেকে আজ পর্যন্ত যত হিসাব গ্রুপে পোস্ট করা হয়েছে তার ১০০% পিওর ই-কমার্স সেলস এর। আগামীর উদ্যোক্তা একটি পিওর ই-কমার্স প্লাটফর্ম হিসাবে বছরের পর বছর বিজনেস করে আসছে। ২০২৩-২৪ অর্থ বছরে আমাদের পিওর ই-কমার্স সেলস টার্গেট আগের অর্থ বছরের থেকেও ২০ লক্ষ টাকা বর্ধিত করে ১ কোটি ২০ লক্ষ টাকা করা হয়েছে। সকলের সহযোগীতা ও দোয়া একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 47 Posts.
Total 19K Views.