একসাথে ১৭ পিস বেন্টো কেক অক্ষত ডেলিভারির রেকর্ড !
শিহাব উদ্দীন
শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
143 Views.
0 Comment.
0 Reply.
কেক ফিয়েস্তা ২০২৫ এ একসাথে ১৭ পিস বেন্টো কেক এর অর্ডার গ্রহণ ও ডেলিভারি সম্পন্ন করেন ফারিয়া ইসলাম পুষ্পিতা আপু ও তার টিম। অত্যন্ত সেন্সিটিভ হওয়ায় কেক গুলো ডেলিভারির দায়িত্ব দেয়া হয় ম্যানেজার নিশান হাসান ভাইকে।
একদিকে ফারিয়া আপু ও তার ছোটবোন মিথি নিজেদের হাতের জাদুতে জয় করেছেন ক্রেতাদের মন অন্যদিকে নিশান ভাই তার সর্বোচ্চ দক্ষতার প্রমাণ দিয়ে ১৭ পিস কেক ১৭ টি ভিন্ন ভিন্ন লোকেশনে ১০০% অক্ষত ডেলিভারি করে করেন নতুন রেকর্ড। সাথে সকলের ভালবাসা ও ভরসা স্থান আরো উন্নত করে নেন তিনি। আপু ও ভাইয়ের জন্য শুভকামনা।।
Direct Share Link :