Article Image

২৭ রমজান ইফতার মাহফিল প্রসঙ্গে


শিহাব উদ্দীন স্মরণীয় মুহূর্ত বিভাগ।
442 Views.   0 Comment.   0 Reply.


২০২০ সালের এমনই এক রমজানের দিনে প্লাটফর্মের মাধ্যমে ইফতারি আয়োজনের চিন্তা আসে মাথায়। ব্যাক্তিগত ভাবে ১০০ বক্স মত কিনে দান করব এমনই প্লান ছিল। অর্ডার ভাগ করে দিব কয়েকজনকে। নাহিদ আপুকে অর্ডার দিলাম নাহিদ আপু বলল ভাইয়া আমি টাকা নিব না। আমার ভাগের অর্ডার আমি দান হিসাবে দিব। 

এই কথা সবার জানতে বাকি রইল না। সম্মানের জন্য হলেও যারা টাকার বিনিময়ে অর্ডার কনফার্ম করেছিল তারাই আবার সবাই নাহিদ আপুর দেখাদেখি বললেন আমরাও টাকা নিব না। এরপর আরো কয়েকজন জুনিয়র আপুরা বলল তারাও ৫/১০/১৫ বক্স করে দান করতে ইচ্ছুক। 

 অবশেষে জমা হয়ে গেল প্রায় ২৫০ বক্স ইফতারি। কয়েকটি এতিমখানায় খোজ নিয়ে এই বক্স গুলো পৌছানোর ব্যবস্থা করলাম। এতিমখানা গুলোর সাথে বেশ ভাল যোগাযোগ তৈরি হল। নাম্বার জোগাড় করে আনলাম। তারা চাইল যেন মাঝে মাঝে এরকম আয়োজন করি।

বাড়ি ফিরে ভাবতে থাকলাম কি করা যায়। এতিমখানা গুলোর করুণ অবস্থা ও বাচ্চাদের ভাল মানের খাবার খাওয়ার ক্ষুধা লাইভে সরাসরি দেখানো হল ফুডিস ক্লাব গ্রুপে। সেই লাইভ দেখে কেদেছেন অনেকেই। এগিয়ে আসলেন সহায়তা নিয়ে অনেক কাস্টমার। কাস্টমারদের অর্ডার ভাগ করে দেয়া হল উদ্যোক্তাদের। উদ্যোক্তারাও মাসে মাসে কিছু দান করে সেটা জমা করে এক সাথে কোন একটি এতিমখানায় রান্না করে পাঠানোর পরিকল্পনা হল। উদ্যোক্তারা হলেন মাসিক দাতা সদস্য। হিসাবের সঠিকতার জন্য বিকাশে আবেদনের মাধ্যমে করা হল অনলাইনে দানের ব্যবস্থা। গঠিত হল যশোরের সর্ববৃহৎ নারী উদ্যোক্তা ও হোমমেড ফুডের ক্রেতা সাধারণের যৌধ অংশগ্রহণের আগামীর উদ্যোক্তা এতিমখানা উন্নয়ন তহবিল তথা Orphanage Fund. 

দেখতে দেখতে কেটে গেল ৫ টি বছর। এবার ২৭ রমজানে ষষ্ঠ বছরে পদার্পণ করবে আমাদের এই ফান্ড এর কার্যক্রম। খোদা সকলের দান ও পরিশ্রমকে কবুল করুন। প্রতি বছরের মত এবারও ২৭ রমজান ইফতারি প্যাকেজ কমিটি মিটিং এর মাধ্যমে নির্ধারিত হয়েছে।

প্লাটফর্মের বা নিজের ব্রান্ডের কাগজের বক্সে এই ইফতারি প্যাকেজ যাবে ইনশাআল্লাহ। প্যাকেজে কি কি থাকবে সেটা নিচে দেয়া হল। যে উদ্যোক্তা যত বক্স দান করতে চান সেটা নিচে কমেন্ট করে জানানঃ


  • ছোলা ৭০ গ্রাম ও মুড়ি পরিমাণ মত (আনুমানিক) 
  • আলুর চপ ১ পিস। 
  • পিয়াজু ১ পিস। 
  • বেগুনি ১ পিস। 
  • খেজুর ৩ পিস। 
  • ডিম চপ হাপ ডিম দিয়ে ১ পিস। 
  • পেয়ারা বা তরমুজ বা আপেল ১ টুকরা। 
  • চিকেন পাকোড়া বা চিকেন চপ বা চিকেন ফ্রাই ছোট এক টুকরা আলুর চপের মত সাইজ।



২৭ রমজান তথা ২৮ মার্চ তারিখে বিকাল ৪ টায় বুকিং করুন 01711223344 এই নম্বরে। সরাসরি কে কত বক্স দান করতে চান বুকিং করে ইনভয়েস এর স্ক্রিনশট ও এখানে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে।


Direct Share Link :


Edit

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 39 Posts.
Total 16.4K Views.