যশোরের কাচ্চি কুইন কনটেস্ট ২০২৪ চ্যাম্পিয়ন হলেন ইসমত আরা জলি !
প্রচার সম্পাদক
ই-কমার্স কুইন বিভাগ।
৪ মাস ১৯ ঘন্টা ৪৩ মিনিট আগে প্রকাশিত।
242 Views.
0 Comment. 0 Points.
যশোরের হোমমেড ফুড মার্কেটপ্লেসের ইতিহাসের সব থেকে বড় ও বিগ বাজেট রিয়েলিটি ইভেন্ট কাচ্চি কুইন কনটেস্ট ২০২৪ এর চ্যাম্পিয়ন Ismot Ara Jolly আপুর হাতে পুরস্কার হিসাবে ডিনার সেট তুলে দেন Agamir Uddokta ফাউন্ডেশনের মাননীয় সভাপতি Nahid Sultana আপু, মাননীয় সহ সভাপতি Lopa Mirza আপু ও মাননীয় সাধারণ সম্পাদক Jesmin Afroje আপু। বিজয়ীদের মুকুট ও মূল সেলিব্রেশন দেয়া হবে মহা সম্মেলনে ইনশাআল্লাহ।
সত্যিই সৃষ্টি হয়েছে নতুন এক দৃষ্টান্ত। ১০০% নিরপেক্ষভাবে বিচারকদের বিচারের এই নজির দেশের ইতিহাসে আর আছে কিনা জানা নেই। যেখানে বিচারকরা জানতেই পারেন নি কার ফুড কোনটা তিনি টেস্ট করছেন! অপরদিকে যারা জয়ী হতে পারেনি তারাই মঞ্চে দাড়িয়ে হাসি মুখে পুরস্কার তুলে দিয়েছে আর যে জয়ী হয়েছে সে মঞ্চে দাড়িয়ে কেঁদেছে, কান্না বিজড়িত হয়ে বড় আপুদের হাত থেকে পুরস্কার নিয়েছে। প্লাটফর্মের লিডারশিপ এর এতটা সৌন্দর্য একটি ছবিতে ফুটে উঠেছে তা সত্যিই অদূর ভবিষ্যতের নতুন উদ্যোক্তাদের জন্য দিক নির্দেশনা দিয়েই যাবে। আপনাদের মত আপুদের পেয়ে গোটা প্লাটফর্মের সবাই আমরা গর্বিত। সত্যিই আপনাদের কোন তুলনা হয় না।
আগামীর উদ্যোক্তার গোটা টিম সব সময় কাজ করে আগামীর নেতৃত্ব তৈরির জন্য। যারা হোমমেড ফুড মার্কেটের পরবর্তী প্রজন্মকে লিড দিবে। যেখানে ২০২০ থেকে যশোরে হোমমেড ফুডের বিগ বিগ ব্রান্ড তৈরি হয়েছে এবং প্রতিনিয়ত মহা সম্মেলনে আমরা নতুন নতুন মুখ পেয়ে চলেছি মুকুট জয়ী। যেখানে কোন সিনিয়র কোটা নেই। আজীবন সিনিয়র হয়ে সিংহাসন আকড়ে ধরে রাখার কোন সুযোগ নেই। প্রতি বছর যেই হবে শ্রেষ্ঠ ব্যবসায়ী সেই তার যোগ্যতা দিয়ে পাবে সিংহাসনে রাণীর মুকুট।
গতবছর যে নতুন উদ্যোক্তা ছিল এবছর সেই তার নিজ যোগ্যতা দিয়ে সবাইকে পেছনে ফেলে সামনে উঠে আসবে। আবার তাকে দেখেই নতুন রা স্বপ্ন দেখবে যে তাদের ও সুযোগ আছে আগামিতে নেতৃত্ব দেবার। হিংসা নয় বরং যে যোগ্য তাকে হাসি মুখে সবাই জায়গা ছেড়ে দেবে এটাই হোক পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ, এটাই হোক সব থেকে বড় অনুকরণীয় দৃষ্টান্ত যা আগামীর উদ্যোক্তা প্লাটফর্মের ঐতিহ্য হিসাবে বছরের পর বছর যশোরের মানুষের মনে প্রতিষ্ঠিত।
#কাচ্চি_কুইন_কনটেস্ট_২০২৪ আমাদের অনেক কিছুই দিয়ে গেছে সবার অগোচরে। বিচারকদের জন্য থাকছে স্পেশাল গিফট ফ্রি এন্ট্রি টিকেট মহা সম্মেলনে✌️
Direct Share Link :