আমি ৭১ দেখিনি, ২৪ দেখেছি। - উমাইয়া রমহান এর কবিতা।
প্রচার সম্পাদক
শিল্প ও সাহিত্য বিভাগ।
২ দিন ২২ ঘন্টা ২৯ মিনিট আগে প্রকাশিত।
137 Views.
0 Comment.
0 Reply.
আমি শুনেছি ৭১ এর পাক সেনাদের আক্রমণ,
আমি দেখেছি ২৪ এর রক্তক্ষরণ।
আমি শুনেছি মুক্তিযুদ্ধের বাণী,
আমি দেখেছি,"পানি লাগবে কারো পানি,পানি"।
আমি দেখিনি ২৫ শে মার্চের ভয়াবহতা,
আমি দেখেছি রক্তাক্ত জুলাইয়ের নিষ্ঠুরতা।
আমি শুনেছি, "একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"
আমি দেখেছি, মোরা ভাইয়ের জন্য মরতে পারি।
আমি দেখিনি নূর মোহাম্মদের মুখ,
আমি দেখেছি আবু সাঈদের বুক।
আমি শুনেছি ৭১ এ ভাইয়েরা করেছে প্রতিবাদ,
আমি ২৪ এ ছিনিয়ে এনেছি অধিকার।
আমি ৭১ এ স্বাধীনতা পেয়েছি, ২৪ এ পেয়েছি মুক্তি,
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,যুদ্ধ করেছি;
আমি ৭১ দেখেনি, ২৪ দেখেছি।
- উমাইয়া রহমান। উমাইয়াস কিচেন।
Direct Share Link :