Article Image

সফলতার জন্য লক্ষ্য নির্ধারণের কোন বিকল্প নেই।


শিহাব উদ্দীন সফলতার গল্প বিভাগ।
434 Views.   0 Comment.   0 Reply.


একজন মানুষ যার জীবনে কোন সামাজিক লক্ষ্য নাই তার বেচে থাকা বা না থাকায় পৃথিবীর কারো কিছু যায় বা আসে না। একজন উদ্যোক্তা যার বিজনেস নিয়ে কোন সংগ্রাম নাই, লক্ষ্য বা টার্গেট নাই, লক্ষ্য অর্জনের স্বপ্ন নাই সে দোকানদারের থেকেও নিকৃষ্ট।


ই-কমার্স বিজনেস এর সর্ব প্রথম পদক্ষেপ হল নিজের টার্গেট সেটআপ করা। এমন টার্গেট নয় যেটা সহজে সম্ভব, এমন টার্গেট নয় যেটা একটু পরিশ্রম করলেই সম্ভব, এমন টার্গেট নয় যেটা একটু বেশি পরিশ্রম করলেই সম্ভব, এমন টার্গেট নিতে হবে যা অর্জন করতে প্রয়োজন হবে পরিশ্রম, ত্যাগ, স্বপ্ন, ঘাম, চোখের পানি, অসুস্থতায় পিছিয়ে পড়ার কষ্ট, পারিবারিক নানা বাধা বিপত্তিকে জয় করে সামনের দিয়ে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়, একনিষ্ঠভাবে নির্দেশনা ফলো করার ধৈর্য্য, সাহস, দুর্বার গতিতে একটি অর্জনের থেকে পরের অর্জনে পৌছাবার দ্বিগুণ স্প্রিহা যা আপনাকে রাতে ঘুমাতে দিবে না।


তবেই আপনি হয়ে উঠবেন মহাকাশের উজ্জল নক্ষত্রের মত দৃষ্টান্ত। সবার মুখে মুখে থাকবে আপনারই চর্চা। আপনার কাজে বাধা সৃষ্টিকারী কিছু কালো মনের মানুষের উচিত শিক্ষা হবে আপনার সফলতার মঞ্চের বিজয়ের হাশি মাখা মুখখানা। গর্জে উঠতে হবে একবার দুবার নয়, সফলতা কোন লক্ষ্য নয়, সফলতা একটি জার্নি। একটা ধাপ পার করেই পরের ধাপটি হাতে পাবার জন্য আগের থেকেও বিপুল আগ্রহে সকল শীতের আড়ষ্টতা ও অলসতাকে ঝেড়ে ফেলে আবারো একটা দৌড় দিন অর্জনের পথে। শুভকামনা ও ছায়ার মত আপনার পাশে রোদ বৃষ্টিতে মাথার উপর ছাতার মত আমি আছি ইনশাআল্লাহ আপনার সাথে।


নারী আসলেই সব পারে। হিংসা, বিদ্বেশ, পাপাচার দিয়ে বাতাসকে দূষিত করতেও পারে আবার ভালবাসা, স্নেহ, মমতা দিয়ে সেই দূষিত বাতাসকে হারাতেও পারে। আপনি কোন নারী সেটা আপনার অর্জনই বলে দিবে সময়ের সাথে সাথে। ধন্যবাদ।।


Direct Share Link :


Edit

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 39 Posts.
Total 16.4K Views.