২০ এপ্রিল শুরু হচ্ছে হোমমেড ফুড ফটোগ্রাফির মেগা কনটেস্ট ২০২৫
প্রচার সম্পাদক
ফুড ফটোগ্রাফি বিভাগ।
১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে প্রকাশিত।
147 Views.
10 Comments. 472 Points.
যশোরের হোমমেড ফুডের ই-কমার্স প্লাটফর্ম আগামীর উদ্যোক্তার ৬ষ্ঠ বছরে পদার্পণ ও ৫৭ হাজার+ গ্রুপ মেম্বার উপলক্ষে আয়োজন করা হয়েছে ফুড ফটোগ্রাফি মেগা কনটেস্ট ২০২৫। যেখানে প্লাটফর্মের ক্রেতা সাধারণ অংশগ্রহণ করতে পারবেন ও পুরস্কার হিসাবে জিতে নিতে পারবেন ডিনার সেট।
আগামী ২০ এপ্রিল ২০২৫ থেকে ৫ মে ২০২৫ এই ১৫ দিন ব্যাপী চলবে ফুড ফটোগ্রাফি কনটেস্ট। কনটেস্ট এ পার্টিসিপেট করতে শর্ত একটাই হতে হবে আমাদের ক্রেতা। নিচে মনিটাইজেশনের শর্তগুলো দেয়া হলঃ
১. কেবলমাত্র ক্রেতা সাধারণই অংশ গ্রহণ করতে পারবেন। কোন উদ্যোক্তা ক্রেতা হলে তিনিও অংশ নিতে পারবেন।
২. প্রতিযোগীতায় অংশ নিতে এডমিন অথবা কমিটির সহ-সভাপতি ২ জন সুলতানার রান্নাঘর বা জেসমিন আফরোজ আপুকে নক করতে হবে। ছবিটি কোন মোবাইল কোন মডেল থেকে তোলা সেটাও জানাতে হবে। এতে করে আমরা সুন্দর ছবি ওঠে কোন মোবাইলে বেশি বা কোন ব্রান্ড সেটাও জানতে পারব।
৩. তাদের নিকট ৩ বারে ৩ টি ছবি জমা দিতে হবে। ছবি অবশ্যই ১৫ এপ্রিল ২০২৫ এর পর তোলা হতে হবে এবং ইমেইলে পাঠাতে হবে contest@agamiruddokta.com ঠিকানায়।
৪. ছবিটি অবশ্যই নিজের তোলা হতে হবে। ডাউনলোড করা বা ধার করা কোন ছবি গ্রহণযোগ্য নয়।
৫. ছবি অবশ্যই হোমমেড খাবারের হতে হবে। নিজের রান্না বা কোন আপুর থেকে অর্ডার করা খাবার হলেও চলবে।
৬. ছবির ব্যাকগ্রাউন্ড, ডেকোরেশন, ফোকাস ও এ্যাঙ্গেল বিবেচনা করা হবে। ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট, শার্পনেস হালকা এডিট করা যাবে তবে ব্যাকগ্রাউন্ড বা হার্ড কোন এডিট করলে সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে।
৭. ছবিগুলো আগামীর উদ্যোক্তা পোর্টালে পোস্ট করা হবে এবং এখানে অন্য ক্রেতারা পোস্ট টির নিচে কমেন্ট করে সাপোর্ট করবেন তাদের ভাললাগা জানাবেন ও ভোট করে প্রিয় ছবিটিকে এগিয়ে রাখবেন।
৮. প্রতিযোগীরা তাদের নিজেদের ছবির নির্দিষ্ট পোস্ট টির লিংক নিজের প্রোফাইলে, পেজে বা গ্রুপে শেয়ার করে সবার সাপোর্ট চাইবেন। নিজেদের পরিচিত জনদের ইনবক্সে বা ফোন করে বা যে কোন ভাবেই সাপোর্ট করার অনুরোধ করা যাবে। দিন শেষে কোন পোস্ট এ কত পয়েন্টস জমা হল সেটাই প্রধান বিষয়।
৯. ক্রেতারা প্রতিটি পোস্ট এ একটি মোবাইল নম্বর ব্যবহার করে বা একটি ডিভাইস ব্যবহার করে একটি মাত্র কমেন্ট করতে পারবেন। এটা প্রযুক্তির সহায়তায় নিয়ন্ত্রিত হবে। মডারেটর টা এটা নিয়মিত মনিটরিং করবেন।
১০. একজন ক্রেতা যতগুলো কেনাকাটা করেছেন সেটাই তার পয়েন্ট। পোস্ট এ কমেন্ট করলে সেই ক্রেতার পয়েন্ট ই ওই প্রতিযোগীর পয়েন্ট তালিকায় যুক্ত হয়ে যাবে।
১১. প্রতিটি পোস্ট এর উপরেই কোন পোস্ট এর মোট কত পয়েন্ট এসেছে তা লাইভ শো করবে। এতে করে কোন পোস্ট এগিয়ে সেটা সহজেই মনিটরিং করা যাবে।
১২. এভাবে ৩ টি ছবি থেকে আসা মোট পয়েন্ট গুলো যোগ করেই ফাইনাল পয়েন্টস টেবিল তৈরি হবে।
১৩. ৫ এপ্রিল তারিখে সর্বোচ্চ পয়েন্টস তালিকায় থাকা ৫ জনের নাম প্রকাশিত হবে যার মাঝে ৩ জন পাবেন ৬ পিস ফুল প্লেট, ৬ পিস হাপ প্লেট এবং ৬ পিস চায়ের কাপ সেট। বাজেট নির্ধারণের পর এটা সিরামিক বা ম্যালামাইন সেট হতে পারে। তবে পুরস্কার বা হাদিয়া টাই আসল। এছাড়াও যে সম্মানিত ক্রেতাগণ সাপোর্ট করবেন বা কমেন্ট করবেন পোর্টালে প্রতিযোগীদের এগিয়ে রাখবেন তাদের মধ্য থেকেও ড্র এর মাধ্যমে ৩ জন পাবেন ফুড বক্স হাদিয়া পুরস্কার হোম ডেলিভারি সহ। সেটা যত বড় হোক বা ছোট অর্জনটা ছোট নয়। স্বাধ্য মত চেষ্টা থাকবে বড় কিছু করার।
১৪. পুরস্কার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ এর দিন বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে।
বিঃদ্রঃ ছবি জমা দেবার নির্দিষ্ট কোন দিন তারিখ নেই। ২০ এপ্রিলের আগেই ছবি জমা দিতে পারেন এতে করে ২০ তারিখেই পোস্ট করা হবে ফলে পরবর্তী ১৫ দিনে বেশি বেশি পয়েন্টস অর্জনের সুযোগ তৈরি হবে। যত দেরি করবেন ততই পয়েন্টস রিচ কম আসবে। সকল নিরাপত্তার পরও যদি কোন ক্রেতা অভিযোগ করেন যে কোন একটি পোস্ট এ তিনি নিজে কমেন্ট করেন নি বা যদি তিনি চান তার কমেন্ট টি কোন পোস্ট থেকে ডিলিট করে দিতে সেটা মডারেটর বা এ্যাডমিনকে জানালে তা রিমুভ করে দেয়া হবে। কোন ক্রেতার কোন অভিযোগ না থাকলে ৫ মে তারিখে সেটাই চূড়ান্ত পয়েন্ট হিসাবে বিবেচিত হবে। এরপর কারো কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না। ধন্যবাদ সকলকে।
Direct Share Link :
সুমা
আলহামদুলিল্লাহ খুবই আকর্ষণীয় এবং দারুন একটি আয়োজন।
35 Orders. 17 Apr, 2025 08:14 PM.
অনেক ধন্যবাদ আপু। আশা করি পাশে থাকবেন এভাবেই। - Admin
শিহাব উদ্দীন 17 Apr, 2025 08:53 PM
Kaniz Fatema Tumpa
খুব দারুণ একটা কনটেস্টের আয়োজন করেছেন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। আমি উদ্যোক্তা হলেও আমি আগামীর উদ্যোক্তা গ্রুপের একজন নিয়মিত ক্রেতা অসাধারণ একটা প্রস্তুতি নেয়া হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য শুভকামনা ❤️
152 Orders. 17 Apr, 2025 08:06 PM.
শুভকামনা আপু আপনার থেকে বড় কিছুই আশা করছি। - Admin
শিহাব উদ্দীন 17 Apr, 2025 08:54 PM
Jesmin Afroje
দারুণ আয়োজন প্লাটফর্মের, ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।
204 Orders. 17 Apr, 2025 08:02 PM.
অনেক অনেক শুভকামনা আপু। - Admin
শিহাব উদ্দীন 17 Apr, 2025 08:53 PM
Reba
ছবিটি lightroom এর মাধ্যমে এডিট করা যাবে?
6 Orders. 17 Apr, 2025 06:45 PM.
জি কালার গ্রেডিং করা যাবে। তবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা হার্ড কোন এডিট করা যাবে না। অরিজিনাল ছবিটাই থাকতে হবে। - Admin
শিহাব উদ্দীন 17 Apr, 2025 06:53 PM
Tahsin Tahin
ইনশাআল্লাহ পরিকল্পনা করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব
75 Orders. 17 Apr, 2025 06:32 PM.
ইনশাআল্লাহ আপু ❤️ - Admin
শিহাব উদ্দীন 17 Apr, 2025 06:41 PM