যার যেমন প্রয়োজন তার তেমন পেমেন্টস।
শিহাব উদ্দীন
নোটিশ বোর্ড বিভাগ।
338 Views.
0 Comment.
0 Reply.
সারা দেশের সর্বনিম্ন চার্জ ৩০ টাকায় ০% কমিশনে চলা সব থেকে বড় ই-কমার্স প্লাটফর্ম আগামীর উদ্যোক্তা। এটা বিশ্বাস না হলে খোজ নিয়ে দেখতে পারেন গুগলে বা ফেসবুকে।
এক একজন উদ্যোক্তার পছন্দ, চাহিদা, সুবিধা বা অসুবিধা এক এক রকম। তাই সকলের জন্য একটি পেমেন্ট সিস্টেম না রেখে ১১ মার্চ ২০২৫ থেকে উদ্যোক্তাদের নিজেদের সুবিধা মত পেমেন্ট সিস্টেম বাছাই এর সুযোগ তৈরি করা হয়েছে। ৩ টি ভিন্ন পেমেন্ট সিস্টেম থেকে আপনি বেছে নিতে পারেন আপনারটি।
রেগুলার পেমেন্টঃ যেভাবে বর্তমানে পেমেন্ট গ্রহণ করে থাকেন। বেসিক কোর্স এ পেমেন্ট ক্লাসে যেভাবে আলোচনা করা হয়েছে।
ক্লোজিং ডেট পেমেন্টঃ ক্লোজিং ডেটে একবারে বকেয়া পেমেন্ট গ্রহণ করতে পারবেন অফিস থেকে আপনার বাসায় হাতে নগদ বা বিকাশে একটি সিঙ্গেল পেমেন্ট করা হবে। এবং এই দিনেই সকল রাইডার আপনাকে রিকোয়েস্ট পাঠাবেন আপনি রিকোয়েস্ট পাঠানো টাকা অনুযায়ী অফিস থেকে টাকা গুনে বুঝে নিবেন। এতে প্রতিদিন কোন রাইডার কে নগদ কে বিকাশে কে ক্যাশে দিল + রিকোয়েস্ট এক্সেপ্ট রিজেক্ট এর ঝামেলা থাকছে না।
বিকাশ পেমেন্টঃ ডেলিভারি হবার পর যাদের দ্রুততম সময়ে পেমেন্ট প্রয়োজন তাদের জন্য ডেডিকেটেড এই পেমেন্ট সিস্টেম। সর্বোচ্চ ৩৬ ঘন্টার ভেতরে উদ্যোক্তা পেমেন্ট গ্যারান্টি পাবেন এই সিস্টেমে। রাইডার নির্দিষ্ট বিকাশ নম্বর থেকে আপনাকে পেমেন্ট পাঠাবেন যাতে করে আপনার বুঝতে কোন সমস্যাও থাকবে না।
সতর্কতাঃ প্রতি মাসে ১ বার আপনি পেমেন্ট সিস্টেম পরিবর্তন করতে পারবেন। এভাবে কোনটা আপনার পছন্দ সে অনুযায়ী রাইডার রা কারেন্ট সেটিংস অনুযায়ী আপনার পেমেন্ট প্রক্রিয়া করবে। এক্ষেত্রে ম্যানেজার ও অফিস থেকে কঠোর তদারকি করা হবে। ধন্যবাদ সকলকে।
Direct Share Link :