সুলতানার রান্নাঘরের মাসিক সর্বোচ্চ সেলস রেকর্ড
শিহাব উদ্দীন
শ্রেষ্ঠত্বের গল্প বিভাগ।
১ বছর ১৭ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে প্রকাশিত।
312 Views.
0 Comment. 0 Points.
আলহামদুলিল্লাহ। মাননীয় সভাপতি Nahid Sultana আপুর আগের সর্বোচ্চ মাসিক সেলস রেকর্ড শুনে মনে হচ্ছিল এই রেকর্ড টা কি আর কোনদিন ভাঙা সম্ভব হবে? এটাও নাহিদ আপুকে বলছিলাম আপু আপনার নিজের রেকর্ড ও আপনি নিজে ভাঙতেও অনেক পরিশ্রম করতে হবে। এরপর ২ মাস কেটে গেল। আজ ৩১ মার্চ প্লাটফর্মের নতুন মাসিক ব্যক্তিগত সেলস রেকর্ড করলেন Agamir Uddokta Foundation এর মাননীয় সহ-সভাপতি Sultanar Rannaghor এর সুলতানা খাতুন পলি আপু। এর সমান অংশীদার সুলতানার রান্নাঘর টিমের CEO S. R Shuvo, এবং কো ফাউন্ডার কিচেনের মূল চালিকাশক্তি আমাদের সবার প্রিয় দাদি। অভিনন্দন জানাই গোটা টিমকে।
৩১ দিনে তাদের মোট সেলস ১ লক্ষ ৬৮ হাজার ৩৮০ টাকা। যার মধ্যে ১৬ মার্চ এবং ২৬ মার্চ তারিখের ২ টি অফারে ২৫ টি ডেলিভারিতে তাদের সেলস ছিল মাত্র ৩,১০০ টাকা। বাকি ১ লক্ষ ৬৫ হাজার ২৮০ টাকা পুরাটাই ছিল তাদের অফার বাদে রেগুলার সেলস। আলহামদুলিল্লাহ। জানি না এই রেকর্ড টি আবারো কবে বা কে ভাঙতে পারবেন।
Direct Share Link :