Article Image

রাইডারদের ঈদ সেলামি প্রসঙ্গে


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
Posted 2 weeks, 6 days, 4 hours, 41 minutes ago.
270 Views.   0 Comment.   0 Reply.


বছর ঘুরে আবার এল সেই শুভ ক্ষণ ঈদ-উল-ফিতর। ঈদ মানেই রমজানের ত্যাগের মহিমায় সকলের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। যারা মনে প্রাণে বিশ্বাস করেন আগামীর উদ্যোক্তা একটি রাইডার সার্ভিস এই পোস্ট টি এড়িয়ে যান। আর যারা মনে করেন রাইডার রাই আপনার বিজনেসে আপনার সব থেকে কাছের আপনজন তারা একটু দেখুন। 

রোদ ঝড় বৃষ্টিতে বা রমজানে আপনার বিজনেসের চাকা এই রাইডার ভাইরা যাদের ত্যাগ ছাড়া কোন ক্রমেই ই-কমার্স বিজনেসে আপনার সফলতা বা অর্জন কোনটাই সম্ভব ছিল না। তাদের জন্যই এই পোস্ট। সারা বছরে মাত্র ২ টা ঈদে সুযোগ থাকে আপনার বিজনেসে বা সফলতায় তাদের হক যদি বিন্দু পরিমাণ ও থাকে তা আদায় করার। রমজানে যেহেতু ১ টাকা দানে ৭০ গুণ পর্যন্ত সওয়াব বর্ধিত হয় তাই প্রতি বছর রমজানের ঈদেরই আপুরা বেশি বেশি হাদিয়া, ঈদ সেলামি বা ঈদ বোনাস দেবার চেষ্টা করে থাকেন। 

এ বছর ৫ জন রাইডার রমজানে সেবা দিয়েছেন। যাদের জন প্রতি সর্বনিম্ন ৪০ টাকা হিসাবে নূন্যতম ২০০ টাকা+ বা যার যেমন খুশি ঈদ বোনাস 01978-513858 নম্বরে বিকাশ পেমেন্ট অপশনে গিয়ে রেফারেন্স এ নিজের নাম বা কিচেনের নাম লিখে পাঠাতে পারেন। এতিমখানা তহবিলে কেউ টাকা পাঠালে তা এতিমখানায় সাধারন দান হিসাবে যুক্ত হবে। ঈদ বোনাস পাঠানোর শেষ সময় ঈদের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ সকলকে।

হক আদায়কারীদের তালিকা এ্যাপ এ আপডেট করা হচ্ছে।


Direct Share Link :


Edit পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 43 Posts.
Total 18.1K Views.