এতিমখানা তহবিলে জমা ৬ লক্ষ ৯৫ হাজার টাকার বেশি!
প্রচার সম্পাদক
স্মরণীয় মুহূর্ত বিভাগ।
১ মাস ২৬ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে প্রকাশিত।
147 Views.
0 Comment. 0 Points.
২০২০ সালে আগামীর উদ্যোক্তা প্লাটফর্ম এর যাত্রা শুরুর পর সমাজ কল্যাণে যতগুলো প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলোর মধ্যে সব থেকে মানবিক ছিল এতিমখানা তহবিল গঠন ও এর বৃহৎ পরিসরে বাস্তবায়ন। মুসলিম না হয়েও সনাতন বা অন্য ধর্মের দাতা সদস্য রয়েছেন যারা মাদরাসা ও এতিমখানায় আমাদের তহবিলে মাসিক দান পাঠান! এরকম দৃষ্টান্ত যশোরে বিরল বলেই আমাদের বিশ্বাস।
অনেক সাহস করে আমাদের মত একটি ব্যবসায়িক সংগঠন এর সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেয়া হয়। আমাদের কাজের বৈশিষ্ট্য হল আমরা কেবলমাত্র উদ্যোক্তাদের থেকে রান্না খাবার বক্স আকারে সরাসরি এতিমখানায় পৌছে দিয়ে দাড়িয়ে থেকে এতিম বাচ্চাদের খাইয়ে আসি। সরাসরি এতিমখানায় কোন নগদ টাকা পাঠানো হয় না। আগ্রহী দাতা চাইলে সরাসরি তার বাজেটের ভেতরে আমাদের নিবন্ধিত ৮ টি এতিমখানায় ৭৫০+ এতিম বাচ্চাদের নিজের পছন্দের খাবার আমাদের উদ্যোক্তাদের মাধ্যমে রান্না করিয়ে বক্স আকারে পাঠাতে পারেন। কাস্টমারের হাত থেকে পেমেন্ট সরাসরি পায় উদ্যোক্তা। নিজের নাম পরিচয় গোপন রেখে কাস্টমার বা উদ্যোক্তা সকলেই এই উদ্যোগে অংশ নিতে পারেন।
আমরা কখনও আমাদের এতিমখানা তহবিল বা দাতাদের দান নিয়ে মিডিয়া কাভারেজ, লোক দেখানো, পাবলিসিটি করিনা বরং বছরে ১ বার পোস্ট করে বাৎসরিক হিসাব জানিয়ে থাকি। কোন দাতার বাজেট যদি কম হয় সে সরাসরি আমাদের এতিমখানা তহবিলের একটি মাত্র বিকাশ একাউন্টে (01511513858) টাকা পাঠাতে পারেন। যার স্টেটমেন্ট লেনদেন সহ সবই ব্রাক ব্যাংক এর ডিজিটাল ব্যাংকিং চ্যানেলে নিয়ন্ত্রিত হয়। অনেকের টাকা এক করে আমরা একজন উদ্যোক্তাকে সেই টাকা দিয়ে খাবার রান্না করিয়ে নিয়ে বক্স আকারে এতিমখানায় পৌছে দেই। ক্রেতারা নিজেদের দানের হিসাব আপুর রান্না এ্যাপ এ এবং উদ্যোক্তারা নিজেদের দানের হিসাব আগামীর উদ্যোক্তা এ্যাপ থেকে সরাসরি দেখতে পারেন। কোন দান কোন এতিমখানায় কবে কার মাধ্যমে রান্না করিয়ে পাঠানো হল সবই এ্যাপ থেকে সরাসরি দেখা যায়।
বর্তমানে প্রতিদিন ৪০০-১০০০ টাকা দান আসে আলহামদুলিল্লাহ। মাসে এভারেজ ১২-১৫ হাজার টাকা দান আসে। বিশেষ করে যশোর থেকে দূরে থাকেন বা প্রবাসী ভাই বোনেরা চাইলে আমাদের আপুদের বা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করে দান বাজেট অনুযায়ী ২৫/৩০/৫০/৮০/১২০/১৫০/১৮০/২৪০ জনের এতিমখানায় রান্না খাবার/ইফতার/কোরআন শরীফ পাঠাতে পারেন। পবিত্র রমজানে এতিমখানার বাচ্চাদের জন্য বিশেষ ইফতারি ও রাতের খাবারের ব্যবস্থা থাকে। এই প্রকল্পের সাথে যুক্ত সকলেরই দান খোদা কবুল করুন। সকল দাতাদের সহীহ নিয়্যত খোদা কবুল করুন। রমজান মাস জুড়ে বেশি বেশি দানের তৌফিক দান করুন। আমীন।
Direct Share Link :