Article Image

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারে জরিমানা


শিহাব উদ্দীন নোটিশ বোর্ড বিভাগ।
১ মাস ৩০ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে প্রকাশিত।
141 Views.   0 Comment.   0 Points.


সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্লাটফর্মে নীতিমালা অমান্য করার দুঃসাহস কারো নেই। তারপরও যারা নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচিত মান নিয়ন্ত্রণ কমিটিকে তথা প্লাটফর্মের ঐতিহ্যকে ইচ্ছাকৃত ভাবে অসম্মান করছেন তাদের অনতিবিলম্বে জরিমানার আওতায় আনা হবে।


২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে প্লাটফর্মে কোন অজুহাতে কোন উদ্যোক্তা ফুড ডেলিভারিতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার করলে ১০০ টাকা হারে জরিমানা প্রযোজ্য হবে। এই অর্থ রাইডার তাৎক্ষণিক ভাবে কেটে রেখে উদ্যোক্তাকে পেমেন্ট করবে। যে রাইডার এই পলিথিন ধরবে সে পাবে ৫০ টাকা বোনাস। বাকি ৫০ টাকা উদ্যোক্তার নামে এতিমখানা তহবিলে জমা হবে।


উল্লেখ থাকে যে, আজীবনে সর্বোচ্চ ৩ বার জরিমানা হলে সেই উদ্যোক্তার সদস্যপদ স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে। এটাই হবে উদ্যোক্তার বিশেষ সম্মাননা পুরস্কার। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 45 Posts.
Total 18.9K Views.