বৈশাখী অফারে শ্রেষ্ঠ টিম নাহিদ সুলতানা আপুর স্বপ্ন !
শিহাব উদ্দীন
সফলতার গল্প বিভাগ।
১ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে প্রকাশিত।
275 Views.
4 Comments.
4 Replies.
অত্যন্ত উৎসব মুখর পরিবেশে শেষ হয়ে গেল এ বছরের বৈশাখী অফার ১৪৩২ আয়োজন। এই দিনে আগামীর উদ্যোক্তার আপুরা তাদের ক্রেতা সাধারণের সাথে অত্যন্ত রিজনেবল প্রাইসে সুস্বাদু খাবার পরিবেশন ও রাইডার ভাইয়েরা সেটা সীমিত সার্ভিস চার্জে পৌছে দেবার মাধ্যমে উৎযাপন করে থাকেন।
বরাবরের মত এবারও ১০০ জন ক্রেতাকে এই হাদিয়া অফারে সুযোগ দেবার লক্ষ্য থাকলেও সর্বশেষ ১০৪ টি অর্ডারে দেড় শতাধিক ক্রেতাকে এদিন খাবার পৌছে দেয়া হয়। বর্তমান সুযোগ্য ব্যবস্থাপক নিশান ভাই ও সহকারি ব্যবস্থাপক হাসান ভাই এর নের্তৃত্বে সকল ডেলিভারি সঠিক সময়ে সম্পন্ন হয়। কোন প্রকার নেগেটিভ রিভিউ বা রিটার্ন ও রিফান্ড পলিসি ছাড়াই দিনটি সুন্দর ভাবে শেষ হয়।
শ্রেষ্ঠ টিম হিসাবে নাহিদ সুলতানা আপুর স্বপ্ন টিম সবাইকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। এখানে টিম লিডার হিসাবে নাহিদ সুলতানা আপুর ফ্রায়েড রাইস কম্বো ও টপ সিনিয়র টিম মেম্বার হিসাবে জান্নাতি জান্নাত আপুর নতুন আইটেম আফগানী কাবুলি বিরিয়ানী অভাবনীয় সফলতার পিছনে সহায়ক হয়েছে। অভিনন্দন দ্বিতীয় অবস্থানে থাকা সুলতানা খাতুন আপুর টিম অদম্যকে। এছাড়াও প্রথম বারের মত র্যাংকিং এ উঠে এসেছেন তাহসিনা তাহিন আপুর টিম দুর্জয়। যে সকল টিম ভাল করতে পারেনি তাদের ব্যার্থতার দায় টিম লিডারের উপরই বর্তায়। আগামী আয়োজনে যাতে অন্য টিম ও ভাল করতে পারে সেই আশাবাদ থাকবে। সকলের জন্যই শুভকামনা এবং শ্রেষ্ঠ টিম লিডার এর জন্য থাকছে ঈদ পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা পুরস্কার। ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
VIP Nurul Amin
আলহামদুলিল্লাহ।
39 Orders. 15 Apr, 2025 04:03 PM.
আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খইরন ❤️ - Admin
শিহাব উদ্দীন 15 Apr, 2025 04:41 PM
Sabrina
আলহামদুলিল্লাহ
40 Orders. 15 Apr, 2025 03:18 PM.
আলহামদুলিল্লাহ আপু। শুভকামনা। - Admin
শিহাব উদ্দীন 15 Apr, 2025 03:38 PM
Tahsin Tahin
অভিনন্দন
75 Orders. 15 Apr, 2025 03:12 PM.
অভিনন্দন আপু দুর্জয় টিম এবার তৃতীয় অবস্থানে। আলহামদুলিল্লাহ। - Admin
শিহাব উদ্দীন 15 Apr, 2025 03:17 PM
Nishan Hasan
আলহামদুলিল্লাহ অভিনন্দন সকলকে
78 Orders. 15 Apr, 2025 02:12 PM.
আলহামদুলিল্লাহ ভাইজান। অভিনন্দন আপনাকেও। - Admin
শিহাব উদ্দীন 15 Apr, 2025 02:15 PM