উদ্যোক্তাদের মাসিক সঞ্চয় ছাড়িয়েছে ৬০,০০০ টাকা !
শিহাব উদ্দীন
সফলতার গল্প বিভাগ।
২ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে প্রকাশিত।
190 Views.
4 Comments. 114 Points.
একটা সময় ছিল যখন আমাদের উদ্যোক্তা আপুরা টিভি সাংবাদিকদের কমন একটি প্রশ্নের সম্মুখীন হতেন, আপু আপনার মাসিক সেলস বা মাসিক আয় কত? আপুরা কেউ বলতেন ১ লাখ টাকা, কেউ ১ লাখের বেশি বা কেউ বলতেন ৩০/৪০ বা ৫০ হাজার+। আমার মনে হয় ২০২০ সালে যাত্রা শুরুর পর আগামীর উদ্যোক্তাদের সেই গল্পটা এবার বদলেছে।
আপুরা এখন আয় কত এটার থেকে তার নিজের লভ্যাংশের টাকায় তিনি তার পরিবারে কে কি করেছেন সেটাই বলতে বেশি গর্ববোধ করেন। সত্যিই এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। নারীরা এখন আর পিছিয়ে নেই। ঘরে বসেই যে সংসারের জন্য কিছু করার যায় স্বামীকে সাপোর্ট করা যায়, পরিবারের অর্থনীতিকে মজবুত করা যায় তথা দেশের অর্থনীতিতে বিন্দুপরিমাণ হলেও অবদান রাখা যায় তার জলন্ত উদাহরণ আমাদের মহীয়সী আপুরা।
নিজেদের সংসারে ফুল টাইম সময় দেবার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে আপুদের এই ই-কমার্স বিজনেস থেকে বর্তমানে আপুরা পরিবারের পাশে দাড়ানোর সাথে সাথে কিছু পরিমাণ মাসিক সঞ্চয় ও করছেন আগামীর উদ্যোক্তা উন্নয়ন তহবিলের ডিজিটাল একাউন্ট এর মাধ্যমে। টাকা জমা বা উত্তোলন কোনটাই এখন আর ঘরের বাইরে যেতে হয় না। কেউ বা ৫০০, কেউ বা মাসিক ১০০০, আবার কেউ বা ২০০০, কেউ বা ৪০০০ বা আরো বেশি যার যেমন স্বামর্থ তেমনি স্বল্প মেয়াদে সঞ্চয় করছেন। সব থেকে বড় অর্জন হল চলতি মাসে আপুদের এই মাসিক সঞ্চয় এর পরিমাণ বেড়ে দাড়িয়েছে ৬০,০০০ টাকা। যা প্রতি মাসে দ্রুত গতিতে বাড়ছে।
সর্বোচ্চ সঞ্চয়ী উদ্যোক্তা হিসাবে এবছর ঈদ পুনর্মিলনীতে পুরস্কার পেতে চলেছেন আমাদের সবার পরিচিত অর্গানিক সাইড থেকে সর্বশ্রেষ্ঠ মুকুটপ্রাপ্ত সানজিদা তুলি আপু। তিনি মোট সঞ্চয় করেছেন ৮০,০০০ (আশি হাজার টাকা)। আপুর মত দ্বিতীয় সর্বোচ্চ সঞ্চয়ী হলেন জেনারেল ফুড সাইডের তৃতীয় সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা সাবেকুন নাহার পপি আপু। তিনি মোট সঞ্চয় করেছেন ৭৫,০০০ (পঁচাত্তর হাজার টাকা)। তৃতীয় সর্বোচ্চ সঞ্চয়ী হলেন জেনারেল ফুড সাইডের সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তা সুলতানা খাতুন পলি আপু। তিনি মোট সঞ্চয় করেছেন ৬৫,০০০ (পঁয়ষট্টি হাজার টাকা)। এছাড়াও শীর্ষ ১০ এর তালিকায় আছেন আইরিন সুলতানা, জান্নাতি জান্নাত, জোয়ানা জুঁই, জেসমিন আফরোজ, কানিজ ফাতিমা টুম্পা ও উর্মী পারভিন আপুকে। সকল সঞ্চয়ী উদ্যোক্তাদের জানাই লাখো সেলাম। নারী সত্যিই চাইলে সর্বগুণে গুণান্বিতা হতেই পারে। অভিনন্দন ও ধন্যবাদ সকলকে।।
Direct Share Link :
VIP Nurul Amin
খুবই ভালো একটা অভ্যাস।
39 Orders. 16 Apr, 2025 06:28 AM.
আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ উৎসাহ দেবার জন্য। ❤️ - Admin
শিহাব উদ্দীন 16 Apr, 2025 11:46 AM
Tahsin Tahin
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই আগামী উদ্যোক্তা গ্রুপের এডমিন ভাইয়াকে যিনি তার মাথার এত বড় বুদ্ধি থেকে সঞ্চয়ের কথা চিন্তা করে একটা সঞ্চার প্রকল্প করেছেন যার লিমিট রেখেছেন মাত্র 10 মাসের মধ্যে. অন্যান্য জায়গায় আমরা অনেক সঞ্চয় প্রকল্প ছিল সেগুলো অত্যধিক সময় থাকায় ধৈর্যের বাঁধ ভেঙে যেত. আমরা অনেক অল্প সময়ের মধ্যে টাকা জমাতে পেরে খুবই আনন্দিত. মূল কথা ব্যবসায়ের প্রতিদিনের টাকা এক জায়গায় করা সম্ভব হতো না এ জন্য প্রত্যেক মাসেই ব্যবসায়থেকে লভ্যাংশের টাকা জমিয়ে সঞ্চয় গুলো করার মাধ্যমে বেশ কিছু টাকা একত্রিত করতে সক্ষম হচ্ছি। এবারও দুটো সঞ্চারের টাকা একত্রিত করে ৫৫ হাজার টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন ক্রয় করতে সক্ষম হয়েছে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী উদ্যোগটা গ্রুপকে
75 Orders. 15 Apr, 2025 05:03 PM.
আলহামদুলিল্লাহ আপু। আপনার এই সফলতা ও স্বপ্ন পূরণের গল্পটা আমাদের পরিশ্রমকে স্বার্থক করেছে। তখনই কাজ করতে ভাল লাগে যখন সেটা কারো উপকারে আসে। আপনারা যদি এগিয়ে না আসতেন এই প্রকল্পটা কোনদিনই এতটা বড় হতে পারত না। আপনাদের সত্যিই কোন তুলনা নেই। যে পরিবারে আপনার মত মেয়ে, বউ, মা আছে সে পরিবার হবে অর্থনৈতিক ভাবে স্বাধীন। আমরা আপনার জন্য গর্ব বোধ করি। আপনি দেশের সম্পদ। ❤️ - Admin
শিহাব উদ্দীন 15 Apr, 2025 05:12 PM