Article Image

মহা সম্মেলন ২০২৪ অনুষ্ঠানে দিনব্যপী উপস্থাপনার মুহূর্ত।


অতি সাধারণ থেকে মহীয়সী যশোরের জেসমিন আফরোজ?


শিহাব উদ্দীন ই-কমার্স কুইন বিভাগ।
২ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে প্রকাশিত।
256 Views.   11 Comments.   1076 Points.


কোন এক সুন্দর বিকেলে গোপালগঞ্জ জেলায় নিজ নানা বাড়িতে ব্যবসায়ী আব্দুল মতিন মোল্লা ও গৃহিণী মা মরিয়ম (টুবি)- এর কোল আলো করে ৫ আগস্ট ১৯৮৩ সালে পৃথিবীতে আসেন জেসমিন আফরোজ আপু। ব্যবসায়িক সূত্রে পিতা আগেই যশোরে থাকতেন, মেয়ের জন্মের পর পরই পরিবার নিয়ে যশোরে বসবাস শুরু করেন ১৯৮৪ সাল থেকে। 

চার ভাই বোনের ভেতরে জেসমিন আপু সবার বড়। ১৯৯৯ সালে নিউটাউন গার্লস স্কুল থেকে এস এস সি,  ২০০১ সালে সরকারি মহিলা কলেজ থেকে এইচ এস সি শেষ করে যশোর সরকারি এম এম কলেজে বাংলা বিভাগে স্নাতক ভর্তি হন। এ সময় পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা শেষে উদ্যোক্তা হবার সুপ্ত বাসনা মনে তৈরি হয়। বাবার পেশা ব্যবসা হওয়াতে ব্যবসাকে তিনি ছোট থেকেই ভালবাসতেন। ২০০৩ সালে অনার্স প্রথম বর্ষে থাকাকালীন পরিবারের পছন্দে আপুর বিবাহ সম্পন্ন হয় বাঘারপাড়া পৌরসভার তৎকালীন লাইসেন্স পরিদর্শক আফজাল হোসেন এর সাথে। বিয়ের পর আপুর পড়াশোনায় যাতে কোন প্রকার সমস্যা না হয় তার সকল ব্যবস্থা তিনি করেন। কাকতালীয় ভাবে আফজাল ভাই ও একই কলেজের একই বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২ জনের স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা এই কলেজ থেকেই শেষ করেন।    

২০০৭ সালে বাংলা বিভাগ থেকে অনার্স ও ২০০৯ সালে মাস্টার্স শেষ করেন। পড়াশোনা শেষ করেই একই বছরে (২০০৯) আপু তার শ্বশুরবাড়ী বাঘারপাড়া ডিগ্রি কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। একই বছর জুলাই মাসে আপু একটি ফুটফুটে মেয়ে সন্তান আফসারার জন্ম দেন। বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। পাশাপশি আপু ২০১০ সাল থেকে ২০২০ পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। 

মেয়ের উচ্চ শিক্ষার জন্য বাঘারপাড়া থেকে আপু যশোরে চলে আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। যৌথ পরিবারে দীর্ঘ সময় কাটানোর পর যশোরে একাকী একটি ভাড়া ফ্ল্যাটে আপুর যেন দম বন্ধ হয়ে আসতে থাকে। স্বপ্নের পেশা জীবনকে পেছনে ফেলে মেয়ের জন্য মায়ের এ যেন এক অশেষ ত্যাগ। অবসর সময়কে কাজে লাগিয়ে কি করা যায় ভাবতে থাকেন মনে মনে। এক অব্যক্ত অপূর্ণতায় দিন কাটতে থাকে আপুর।

আকস্মিক ভাবে একদিন হঠাৎ পরিচয় হয় ছদ্মনামী রাহাত ভুবন (ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন) ভাইয়ের সাথে, একই সাথে পরিচয় হয় যশোরের আরেকটি গ্রুপ যশোর হোমমেড ফুডিস গ্রুপের এডমিন এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের সিনিয়র অফিসার সুব্রত দে শুভ ভাইয়ার সাথে। এই দুই এডমিনের সহযোগিতা ও দিকনির্দেশনায় ২০২২ সালের অক্টোবর মাসে যোগদান করেন আগামীর উদ্যোক্তা ফাউন্ডেশন পরিচালিত যশোর তথা দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ হোমমেড খাবারের ই-কমার্স প্লাটফর্মে। মায়ের কাছে রান্না শেখার বদৌলতে তারই সম্মানে কিচেনের নামকরণ করেন টুবি-স কিচেন।

প্রথম দিকে খুবই স্বল্প পরিসরে শুরু করেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে মহা সম্মেলনে টুবি"স কিচেনের সেলস ভলিউম ছিল মাত্র তিন হাজার টাকা প্লাস। এরপর ২০২৩ সালের মাঝের দিকে  প্লাটফর্ম থেকে সম্পূর্ণ বিনামূল্যে ই-কমার্স বেসিক কোর্স এর ১২ টি ক্লাস শেষ করে উত্তীর্ণ হন এবং এই জ্ঞান বিজনেসে কাজে লাগিয়ে দ্রুত তম সময়ে নিজের সফলতার গল্পে জোয়ার বয়ে আনেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে মহা সম্মেলনে মাত্র ১ বছরের ব্যবধানে ৩ হাজার সেলস থেকে তার অর্জন এসে দাঁড়ায় ৫ লক্ষ টাকা প্লাস। তিনি হয়ে ওঠেন যশোরের সফল নারী উদ্যোক্তাদের একজন মিলিওনিয়ার ক্লাব এর সদস্য।

রান্নার প্রতি প্রচন্ড ভালবাসা ও আগ্রহ থেকেই আজ তিনি একজন প্রথম সারির উদ্যোক্তা। প্লাটফর্মে তিনি রামেন কুইন নামে সুখ্যাতি পেয়েছেন। তারপরও বার বার পারিবারিক কিছু পিছুটান থেকেই বৃহৎ অর্জন থেকে এখনও কিছুটা পিছিয়ে থাকেন মাঝে মাঝেই। তারপরও জনপ্রিয়তার শীর্ষে থাকা মুকুটহীন এই সম্রাজ্ঞী ক্রেতাদের দেওয়া গণতান্ত্রিক ভোটের মাধ্যমে ২০২৪ সালে সাধারণ সম্পাদক এবং ২০২৫ সালে আরো একধাপ এগিয়ে সহ-সভাপতি হিসাবে পর পর ২ বছর নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। মায়ের নামে দেওয়া টুবি"স কিচেনের স্বত্বাধিকারী জেসমিন আফরোজ আপু আজ একজন সফল উদ্যোক্তা, আগামীর উদ্যোক্তা ভোক্তা অধিকার উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ কমিটির নির্বাচিত সহ-সভাপতি। 

অবশেষে আপুর স্বপ্ন আজ সফল! তার নিজের সাথে সাথে মায়ের নামটাও আজ সবার মুখে মুখে যেটা তিনি চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন। অত্যন্ত সাধারণ পরিবারের এক মেয়ের এই মহীয়সী হয়ে ওঠার গল্প বহু নারীকে সফল হতে উৎসাহ যোগাবে বলেই আমাদের বিশ্বাস। আপুর জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে।।


Direct Share Link :


Edit পূর্বের পরবর্তী

লিখেছেন, শিহাব উদ্দীন

Writer & Web Portal Admin.
Pulished 47 Posts.
Total 19K Views.


Mahmuda kabir

জেসমিন আফরোজ আপুর জন্য দোয়া ও শুভকামনা রইল আলহামদুলিল্লাহ ❤️
54 Orders.   18 Apr, 2025 08:29 PM.

VIP Nurul Amin

খুবই উৎসাহজনক।
40 Orders.   17 Apr, 2025 02:21 PM.


আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। ❤️ ফি আমানিল্লাহ। - Admin
শিহাব উদ্দীন   17 Apr, 2025 03:07 PM

Nahid Sultana VVIP

অসাধারণ লেখা। আপুর জন্য শুভকামনা
260 Orders.   17 Apr, 2025 01:51 PM.


আলহামদুলিল্লাহ আপু। দোয়া করবেন ❤️ - Admin
শিহাব উদ্দীন   17 Apr, 2025 03:06 PM

Sathi Adhikary

গল্পের বই পড়ার সময় যেমন গল্পের চরিত্র গুলো চোখের সামনে ফুটে ওঠে ঠিক তেমনি আপুর এই জীবন বৃত্তান্ত পড়ার সময় চরিত্রগুলো কেন জানি চোখের সামনে স্পষ্ট ভাবে ফুটে উঠেছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এমন একটি আর্টিকেলের আয়োজন করার জন্য যেখানে আমরা আমাদের পরিচিত আপুদেরকে আরো ভালোভাবে চিনতে পারব এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারব। পরবর্তী আর্টিকেলের জন্য এবং অনেক কাছের কোন আপুর জীবন বৃত্তান্ত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব ভাইয়া।আপু এবং আন্টির জন্য অনেক অনেক শুভকামনা।
121 Orders.   17 Apr, 2025 11:54 AM.


আলহামদুলিল্লাহ দিদি। আপনার ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগছে। আমরা চাই আমাদের প্লাটফর্মে সফল সকল নারীর সফলতার গল্পটা এভাবে তুলে ধরতে। যাতে করে অন্য নারীরাও আপনাদের অনুকরণ করতে পারে৷ ❤️ - Admin
শিহাব উদ্দীন   17 Apr, 2025 01:08 PM

Jesmin Afroje

আলহামদুলিল্লাহ, অসাধারণ লেখনী। এ যেন শিল্পীর হাতে বাস্তবতা ও রুপ কথার সমন্বিত তুলি দিয়ে রংধনুর আচর।ধন্যবাদ শিহাব উদ্দিন ভাইয়াকে।
204 Orders.   17 Apr, 2025 10:16 AM.


আপনাকেও ধন্যবাদ আপু। আপনার জীবনে সপলতার গল্পটা আমাদের সাথে শেয়ার করার জন্য। ❤️ - Admin
শিহাব উদ্দীন   17 Apr, 2025 01:20 PM

Saima Khanom VVIP

আপুর জন্য অনেক দোয়া ও শুভকামনা। আপুর গল্পটা মন ছুয়ে গেল। ❤️
397 Orders.   17 Apr, 2025 03:28 AM.


আলহামদুলিল্লাহ ❤️ - Admin
শিহাব উদ্দীন   17 Apr, 2025 12:28 PM